ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২২ জেলার ১৮ শিক্ষা অফিসারকে বিভিন্ন জেলায় পদায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪
২২ জেলার ১৮ শিক্ষা অফিসারকে বিভিন্ন জেলায় পদায়ন

ঢাকা: দেশের ২২ জেলার ১৮ জন শিক্ষা অফিসারকে পাদায়ন করা হয়েছে। ৩০ মার্চ রোববার পদায়ন সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩ এপ্রিলের মধ্যে নির্দেশিত জেলা বা প্রতিষ্ঠানে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের বরাত দিয়ে এক নোটিশে বলা হয়, এই কর্মকর্তাদের বদলির আদেশ জনস্বার্থে করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে পাবনা জেলা শিক্ষা অফিসার কুতুব উদ্দিনকে গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার, কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ সরকারকে ঢাকা জেলার শিক্ষা অফিসার, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার সাহিদা নাজমাকে গাজীপুর জেলায়, ঠাকুরগাও জেলার শিক্ষার অফিসার ফজলে আলমকে মাগুড়ায়, ঢাকা জেলার শিক্ষা অফিসার আব্দুছ সামাদকে কিশোরগঞ্জ, গাইবান্ধা জেলার শিক্ষা অফিসার আজাহার আলীকে মেহেরপুর জেলায়, কুমিল্লা জেলার শিক্ষা অফিসার আবদুর রশিদ সরকারকে নরসিংদী জেলা পদায়ন করা হয়েছে।

এছাড়াও বরিশাল জেলার শিক্ষা অফিসার কাজী মনোয়ার হোসেনকে খুলনা জেলায়, মৌলভীবাজার শিক্ষা অফিসার আব্দুল মজিদকে কুমিল্লা জেয়ায়, নংসিংদী জেলার শিক্ষা অফিসার রেবেকা সুলতানাকে মুন্সিগঞ্জের এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার মোকসেদুল ইসলামকে রাজবাড়ী শিক্ষা অফিসার, নওগাঁ জেলা শিক্ষা অফিসার খন্দকার রেজাউল করিমকে মানিকগঞ্জের শিক্ষা অফিসার, মুন্সিগঞ্জ জেলার সামসুল ইসলাম খানকে ময়মনসিংহ জেলায়, মুন্সিগঞ্জের এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে মুন্সিগঞ্জ জেলায়, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজদকে ঠাকুরগাঁও জেলায়, ময়মনসিংহ জেলার শিক্ষা অফিসার মো. শফিউল্লাহকে টাঙ্গাইল জেলায় এবং টাঙ্গাইল জেলার শিক্ষা অফিসারকে শেরপুর জেলার শিক্ষা অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

সহকারী পরিচালক (মাধ্যমিক-১) সাখায়েত হোসেন বিশ্বাস সাক্ষরিত এই চিঠি দিয়ে এসব কর্মকর্তাকে আগামী ৩ এপ্রিলের মধ্যে তাদের স্ব স্ব স্থানে যোগদান করতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।