ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ধর্মঘট শেষে সচল রাবি

রাবি করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৪
ধর্মঘট শেষে সচল রাবি ছবি: প্রতীকী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট শেষে সচল হয়েছে ক্যাম্পাস।  

 

বুধবার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব রুটের বাস।

 

চতুর্থ দিনের ধর্মঘট শেষে শিক্ষার্থীদের পদচারণায় আবারো ক্যাম্পাসে ফিরেছে প্রাণচাঞ্চল্য। বিশ্ববিদ্যালয়ের আড্ডাস্থলগুলোতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের আনাগোনা।

 

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় ছাত্রলীগ। এর আগে চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করে তারা।

 

চারদিনের ধর্মঘট শেষে ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুর্বণা আকতার বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা আর কোনো ছাত্রহত্যা দেখতে চাই না। বিশ্ববিদ্যালয়ে ছাত্রহত্যা এবং এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কারোই কাম্য নয়।

 

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর আনসার উদ্দিন বাংলানিউজকে বলেন, ধর্মঘট প্রত্যাহার হওয়ায় সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হয়েছে। গত কয়েকমাসে বিভিন্ন কারণে কয়েক দফা ক্যাম্পাস বন্ধ ছি। সেশনজটের কথা বিবেচনা করে ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক হতে হবে।

 

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।