মাগুরা: মাগুরা আউটসোর্সিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ শেষে কলেজ অধ্যক্ষ প্রফেসর এলিয়াস হোসেন ছাত্রছাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। এর আগে দুপুর ২টায় তিনি কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি)’র চেয়ারম্যান সুব্রত রাহা, ম্যানেজার (অ্যাডমিন) মহম্মদ আবু নাইম, চিফ ফ্যাকাল্টি সৈয়দ তাজুল ইসলাম, কলেজ শিক্ষক ড. রবিউল ইসলাম, সাইদুর রহমান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামীম খান প্রমুখ।
দৈনিক কালের কণ্ঠ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিআইডিডি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ২ শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪