ঢাকা: নানা গৌরবে সমুজ্জ্বল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ঈদ পুনর্মিলনী ঈদুল আযহার তৃতীয় দিনে অনুষ্ঠিত হবে। পুনর্মিলনীর রেজিস্টেশনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর।
পুনর্মিলনীর আহবায়ক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নেভাল আর্কিটেক্ট ও মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ড. মো. রফিকুল ইসলাম জানান, দেশের এমন কোনও বিশ্ববিদ্যালয় নেই যেখানে ক্যান্ট. পাবলিকের ছাত্র-ছাত্রীদের সৃষ্টিশীল পদচারণা নেই।
তিনি আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানটির এ্যালামনাই প্রথমবারের মতো ঈদুল আযহার তৃতীয় দিন পুনর্মিলনী উদযাপন করতে যাচ্ছে।
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ১৯৮০ সালে শুধুমাত্র স্কুল শাখার শিক্ষা কার্যক্রম চালু হয়। প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র-ছাত্রী মেধা প্রতিভা তথা সৃষ্টিশীলতার অঙ্গনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখছেন।
পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ক্লিক করতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। ওয়েবসাইট www.bcpscreunion.com ।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪