কুবি(কুমিল্লা): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদ্বোধন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের চার নম্বর প্লাটুনের ব্যাটালিয়ন বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্প।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একটি কক্ষে এ বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ।
১০ দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ৪ ময়নামতি ব্যাটালিয়ন কমান্ডার মেজর এ এইচ এম শাহরিয়ার।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সৈয়দুর রহমান, সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন মাসুদা কামাল, প্রক্টর মো. আইনুল হকসহ বিএনসিসির ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ বলেন, বিএনসিসি হল সেনাবাহিনীর দ্বিতীয় শক্তি, যারা যাবতীয় ক্রান্তি লগ্নে কাজ করবে। এ সময় তিনি প্রশিক্ষণের জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য ক্যাডেটদের আহ্বান করেন।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ময়নামতি রেজিমেন্টের মেজর ইকবালের অধীনে এ প্রশিক্ষণ চলবে। মাঠ পর্যায়ে এ প্রশিক্ষণে দশজন সেনা সদস্য ক্যাডেটদের প্রশিক্ষণ দেবেন।
রোববার ২৪ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১০ দিন এ ক্যাম্প চলবে। ময়নামতি রেজিমেন্টের অধীনে দশটি শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি’র চার নম্বর প্লাটুনের মোট ১২০ জন ক্যাডেট এ প্রশিক্ষণে অংশ নেবে।
এ প্রশিক্ষণের ক্যাডেট অ্যাডজুনেন্ট থাকবেন বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) ফেরদাউস কবির।
গত দুই বছর ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ময়নামতি রেজিমেন্টের অধীনে বার্ষিক এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪