রাবি(রাজশাহী): চাকরি দেওয়ার কথা বলে বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃতরা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের উচ্চমান সহকারী শংকর চন্দ্র সাহা, জিয়াউর রহমান হলের সাধারণ কর্মচারী খালিদ হোসেন সরদার, কম্পিউটার সায়েন্স বিভাগের পিয়ন সেকেন্দার আলী, গণিত বিভাগের পিয়ন হাবিবুর রহমান ও পদার্থবিজ্ঞান বিভাগের পিয়ন আব্বাস আলী।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বাংলানিউজকে জানান, রোববার রাতে বিশ্বিবিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, বিভিন্ন সময় প্রতারণার শিকার চাকরিপ্রার্থী ও তাদের স্বজনরা তাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের ব্যাপারে লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে।
কমিটির তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।
উপউপাচার্য আরো জানান, তাদেরকে চূড়ান্তভভাবে বহিস্কারের জন্য পরবর্তী প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪