ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) শিক্ষা কার্যক্রমে ভর্তিতে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আবেদনকারী যে সব কলেজ থেকে স্নাতক সম্মান/মাস্টার্স প্রথমপর্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সে ওই কলেজে আবেদন করে থাকলে ভর্তির জন্য মেধা তালিকায় প্রথম বিবেচিত হবেন।
তবে আসন শুন্য থাকা সাপেক্ষে অন্যান্য আবেদনকারীর ভর্তির আবেদন মেধার ভিত্তিতে বিবেচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২১ আগস্ট থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪