রাবি: ‘শৃঙ্খল মুক্তির মন্ত্রে, গড়ি নতুন প্রাণের বন্ধন’ -এই স্লোগানকে সামনে রেখে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুক্রবার শুরু হচ্ছে তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।
রাবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিবেটিং ফোরামের (বিএফডিএফ) উদ্যোগে দুইদিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটোরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএফডিএফ’র প্রধান নির্বাহী সদস্য আনন্দ শংকর রায় চৌধুরী জানান, এ প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ ইউনিভার্সিট, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটসহ দেশের মোট ৩২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ অংশ নেবে।
তিনি জানান, দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার শেষ দিন ৬ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বিতর্ক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিউট। এছাড়া কারিগরি সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)।
প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম, দৈনিক কালের কণ্ঠ, ঢাকা ট্রিবিউন, যমুনা টেলিভিশন, সোনার দেশ ও রেডিও পদ্মা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএফডিএফ’র উপদেষ্টা অধ্যাপক শাহ আজম শান্তনু, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য আখতারুজ্জামান রনি, আল-আমিন হোসেন, নির্বাহী সদস্য শাকিল আহমেদ খান প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪