ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে রিসার্চ সম্মেলন শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
শাবিপ্রবিতে রিসার্চ সম্মেলন শনিবার

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ফাইন্ডিংস’ বিষয়ক দিনব্যাপী দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী শনিবার।

বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠেয় অনুষ্ঠানে গবেষণায় অবদানের জন্য ‘উপাচার্য পদক’ দেওয়া হবে।



এতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া ছাড়াও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হেলাল আহমেদ চৌধুরী উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দিনব্যাপী অনুষ্ঠেয় এ সম্মেলন কয়েকটি টেকনিক্যাল সেশনে ভাগ করে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়াম ও একাডেমিক ভবন-সি’র গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

এতে গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন বলে জানিয়েছেন শাবিপ্রবি রিসার্চ সেন্টারের পরিচালক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।