ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ‘মিডিয়া ডে’ পালিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
জাবিতে ‘মিডিয়া ডে’ পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে নানান আয়োজনে ‘মিডিয়া ডে’ পালিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে দশটায় কলা ও মানবিকী অনুষদ চত্বরে নানা রঙের বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।



এ সময় বিভাগীয় সভাপতি মাসরুর শাহিদ হোসেন, চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ ও বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বেলা সাড়ে দশটায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে মিডিয়া ডে’র মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, শতভাগ সঠিক সংবাদ প্রকাশ বা প্রচারের কোনো বিকল্প নেই। মানুষ ঘটনার সঠিক সংবাদ জানতে চায়। সত্য লুকানোর মধ্যে ঘটনার প্রতিকার হয় না। সঠিক ও সৎ সাংবাদিকতা সমাজ বদলে দিতে পারে।

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে প্রকাশিত জার্নালের প্রশংসা করে উপাচার্য বলেন, জার্নালে শিক্ষক-গবেষকদের ভেতরের বাইরের চিন্তার বিকাশ ঘটে।

এ সময় উপাচার্য বিভাগের সাফল্য কামনা করেন। তিনি বিভাগের শিক্ষার্থীদের সত্যের পক্ষে প্রচণ্ড শক্তিরূপে দেশ ও মানুষের সেবায় আতত্মœনিয়োগ করার আহ্বান জানান।

বিভাগীয় সভাপতি মাসরুর শাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শাইখ সিরাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানকে সম্মাননা জানানো হয়।

সম্মাননা গ্রহণের পর শাইখ সিরাজ ‘উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করেন। অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান উন্নয়ন সাংবাদিকতার নানাদিক নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অসিত বরণ পাল। আলোচনা পর্ব শেষে ফটো জার্নালিজম বিষয়ক কর্মশালায় পাভেল রহমান ও সাহাদাৎ পারভেজ বক্তব্য উপস্থাপন করেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভাগে ছবি প্রদর্শনী, সাংবাদিকদের সঙ্গে বিভাগীয় শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনা, কুইজ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

অধ্যাপক ড. শরীফ এনামুল কবির উপাচার্য থাকাকালীন ২০১১ সালের ২১ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ খোলা হয়। তৎকালীন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. অসিত বরণ পাল এ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিভাগের প্রথম ব্যাচে ৬৫জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।