ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

রংপুর: রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী হারুনসহ তার সহযোগিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস রুমে তালা দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে।



সমাবেশ শেষে তারা রংপুর- কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম ও বিশ্ব বিদ্যালয়ের ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী জানান, রোববার সন্ধ্যায়  বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে শহরে যাবার সময় বাসটি কারমাইকেল কলেজ গেট এলাকার লালবাগ মোড়ে পৌছালে কলেজের শিক্ষার্থী হারুন অর রশিদ বাসটিতে উঠে পড়েন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সেখানকার ছাত্রলীগ নেতা রুবেল ও তার সহযোগিরা হারুনকে কিলঘুষি মেরে জোর পুর্বক বাস থেকে নামিয়ে দেন।
পরে হারুন বাস থেকে নেমে তার বন্ধুদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসটি আটক করে রুবেলসহ বাসে থাকা কয়েকজন শিক্ষার্থীকে মারপিট করেন। এতে রুবেলের মাথা ফেটে যায়।

এই ঘটনার প্রতিবাদে কারমাইকেল কলেজের শিক্ষার্থী হারুন ও তার সহযোগিদের গ্রেফতারের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস রুমে তালা দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেটে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন রুবেল মিয়া, সাইফুল, কাকন, পাপেল প্রমুখ। তারা অবিলম্বে কারমাইকেল কলেজের শিক্ষার্থী হারুন ও তার সহযোগিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।