ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ব্যবসায় শিক্ষা  অনুষদের (‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।



বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

‘সি’ ইউনিটে  মোট ৬২০টি আসনের বিপরীতে  ২ হাজার ৮৯ জন  পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন। এর  মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ হাজার ৮৮৪ জন এবং অন্যান্য বিভাগ থেকে ২০৫ জন নির্বাচিত হন। নির্বাচিতদের মধ্য থেকে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৫৪০ জন ও অন্যান্য শাখা থেকে ৮০ জন শিক্ষার্থীকে মেধা ভিত্তিতে বিভাগ বরাদ্দ দেওয়া হয়।   বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে সি ইউনিটে পাশের হার ৪.৫৮ ভাগ।

উল্লেখ্য, সি ইউনিটে মোট ৪৫ হাজার ৫৩২ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।