ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘ইউএনএফপিএ ডিবেট ফেস্টিভ্যাল ২০১৪’ বুধবার

ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
‘ইউএনএফপিএ ডিবেট ফেস্টিভ্যাল ২০১৪’ বুধবার ছবি: প্রতীকী

ঢাকা: সপ্তাহব্যাপী ‘ইউএনএফপিএ ডিবেট ফেস্টিভ্যাল ২০১৪’-এর উদ্বোধন আগামী বুধবার সকাল ১১টায় নায়েম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

কন্যাশিশুর অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, যৌন হয়রানি ও পাঠ্যপুস্তকে প্রজনন স্বাস্থ্যশিক্ষা অন্তর্ভুক্তকরণসহ নানা ইস্যুর উপর এবার বির্তক অনুষ্ঠিত হবে।



ইউএনএফপিএ ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউএনএফপিএ বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মি. লরি কাটো।

ছায়া সংসদের আদলে আয়োজিত এ অনুষ্ঠানের স্পিকার হিসেবে সঞ্চালনা করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রতিযোগিতায় রাজধানীর মোট আটটি কলেজ অংশ নেবে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ক্যামব্রিয়ান কলেজ, সিদ্বেশ্বরী গার্লস কলেজ, সাউথ পয়েন্ট কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ।
 
প্রথম দিন ‘নারী শিক্ষা ও কর্মসংস্থানই পারে নারী নির্যাতন বন্ধ করতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগতায় ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যামব্রিয়ান কলেজ একে অপরের মুখোমুখি হবে।

সপ্তাহব্যাপী উৎসবের সমাপনী দিনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউএনএফপিএ বাংলাদেশ-এর রিপ্রেজেনটেটিভ মিস আর্জেন্টিনা মাতাবেল পিচ্চিন অংশগ্রহণকারী ও বিজয়ী বিতার্কিকদের পুরস্কার হিসেবে সার্টিফিকেট, ক্রেস্ট, ট্রফি ও অর্থ তুলে দেবেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।