ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা ঘোষণা

নারীদের ভয়হীন-নিরাপদ শিক্ষায় ১৪ প্রস্তাবনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
নারীদের ভয়হীন-নিরাপদ শিক্ষায় ১৪ প্রস্তাবনা

ঢাকা: ‘ঢাকা ঘোষণা’য় সাক্ষরতা ও শিক্ষার টেকসই উন্নয়নে উদ্ভাবনী কৌশল, সঠিক তথ্য ও প্রযুক্তিগত যোগাযোগ ব্যবস্থার কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছে ইউনেস্কো।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৪’ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়-শিক্ষা মন্ত্রণালয় ও ইউনেস্কো আয়োজিত ‘নারী ও কন্যাশিশুদের সাক্ষরতা ও শিক্ষা: টেকসই উন্নয়নের ভিত্তি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ১৪টি প্রস্তাবনা নিয়ে ‘ঢাকা ঘোষণা’ গ্রহণ করা হয়।



নারীর অনগ্রসরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ‘ঢাকা ঘোষণা’য় বলা হয়েছে, সাতশ ৮১ মিলিয়ন প্রাপ্তবয়স্কদের মধ্যে দুই-তৃতীয়াংশ নারী পুরোপুরিভাবে উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না। তারা নিরক্ষতার চক্রে বন্দি।

নারীদের বিষয়ে আরো বলা হয়, মোট নিরক্ষর জনসংখ্যার বড় একটা অংশ নারী। এটা ধারাবাহিকভাবে হয়ে আসছে। এটা গত দুই দশকের বেশি সময় ধরে মর্মপীড়া সৃষ্টি করেছে। তারা বাদ পড়েছেন উন্নয়ন প্রক্রিয়া থেকে এবং খুব সামান্য স্বাধীনতা পাচ্ছেন, তাদের জীবনমান উন্নয়নে।

শিশুদের বিষয়ে এতে বলা হয়, ১২১ মিলিয়ন শিশু তাদের মৌলিক পড়াশুনা শেষ করতে পারে না এবং প্রায় ১৩০ মিলিয়ন শিশু স্কুলে গিয়েও মৌলিক পড়া, লেখা ও গণিতের জ্ঞান অর্জন করতে পারে না।

‘ঢাকা ঘোষণা’য় মানুষকে নিরক্ষরতার হাত থেকে মুক্তি দিতে ১৪টি সুপারিশ করা হয়।

এসব সুপারিশে নারী ও কন্যাশিশুদের সাক্ষরতা ও শিক্ষাকে টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রের সরকারগুলোকে সাক্ষরতা ও শিক্ষার প্রসারে আপসহীনভাবে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে বলা হয়।

নিরক্ষরতা দূরীকরণে জাতিসংঘের সদস্য সব সরকার, উন্নয়ন-অংশীদারদের প্রতিশ্রুতি বাস্তবায়নে তড়িৎ পদক্ষেপ নিতে বলা হয়। নারীদের জন্য ভয়হীন নিরাপদ শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে সবাই এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সমৃদ্ধ পৃথিবী গড়তে গুণগত ও কার্যকরী শিক্ষা, সাক্ষরতার ওপর জোর দিয়ে বলা হয়, আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই। আমাদের সামনের দিকে এগুতে হবে। সুখী-সমৃদ্ধ বিশ্ব গড়তে শক্তিশালী ভিত্তি তৈরি করতে হবে।

শিক্ষার প্রসারে ইউনেস্কোকে মূল ভূমিকা নিয়ে কাজ শুরু করারও আহ্বান জানানো হয় ‘ঢাকা ঘোষণা’য়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।