ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক-এবতেদায়ীতে জিপিএ-৫ প্রাপ্তদের তালিকা চেয়েছে রাসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
প্রাথমিক-এবতেদায়ীতে জিপিএ-৫ প্রাপ্তদের তালিকা চেয়েছে রাসিক

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন(রাসিক)এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সংবর্ধনা ও মেয়র পদক প্রদান করবেন।

এজন্য জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা প্রেরণ করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পত্র পাঠানো হয়েছে।

কিন্তু এখনও অনেক প্রতিষ্ঠান তাদের কৃর্তী শিক্ষার্থীদের নাম পাঠান নি। যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান পত্র না পেয়ে থাকে তাহলে তাঁদের নগরভবনের ১০৫নং কক্ষে জনসংযোগ শাখায় ০৭২১-৮১১৯০১ ফোনে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

শনিবার বিকেলে করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কাজী আমিরুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।