ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে তরুণ উদ্যোক্তা সাবিরুল

স্বপ্ন পূরণে এগিয়ে যাও নিজের মতো

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
স্বপ্ন পূরণে এগিয়ে যাও নিজের মতো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: ‘স্বপ্ন পূরণের পথে সামনে এগিয়ে যাও নিজের মতো। কে কি বললো, তাতে কিছু যায় আসে না।

অন্য কাউকে অনুকরণ করার দরকার নেই। নিজেকে আবিষ্কার করো এবং তারপর নিজেকেই অনুকরণ করো। স্বপ্নপূরণের পথে সব প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ হিসেবে নাও। ’
   
তরুণদের স্বপ্ন পূরণে এভাবেই দিক নির্দেশনা দিলেন তরুণ উদ্যোক্তা, খ্যাতিমান লেখক ও বক্তা সাবিরুল ইসলাম।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাবিরুল ইসলাম তার ‘ইনস্পায়ার ওয়ান মিলিয়ন বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূল এসব কথা বলেন।

রাবির ক্যারিয়ার ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে সাবিরুল তরুণদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে কিছু দেওয়ার মতো যোগ্যতা তোমাদের প্রত্যেকের মধ্যে আছে। সুতরাং সব নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলে আত্মবিশ্বাস নিয়ে কাজ করো।

সাবিরুল বলেন, ডিগ্রি অর্জনই সফলতার চাবিকাঠি নয়। তুমি যেখানে স্বাচ্ছন্দবোধ করো, সেটা নিয়েই কাজ করো। তোমাকে উদাহরণ সৃষ্টি করতে হবে এবং তুমি সেটা পারবে। কারণ, তুমি পৃথিবীর সমস্ত মানুষ থেকে আলাদা নও।

তরুণদের ব্যতিক্রম কিছু করার ক্ষেত্রে সমাজে নিরুৎসাহিত করার বিদ্যমান ব্যাপারটি ব্যাখা করে সাবিরুল বলেন, আমরা যখন ব্যতিক্রম কিছু করতে যাই, তখন আমাদের পরিবার এবং সমাজ তাতে বাধা দেয়। এটাই হলো সমস্যা।

আমাদের এ প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। কেউ বলতে পারে, তুমি এটা পারবে না, তুমি ভুল পথে আছ। কিন্তু এসব কথায় কান না দিয়ে সফল হয়ে প্রমাণ করতে হবে,  তুমিই ঠিক।

শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বক্তৃতা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ আজম সান্তনু, ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সৈয়দ আবদুল্লাহ শাওন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইমরুল কবীর খান। অনুষ্ঠানে রাবি ক্যারিয়ার ক্লাবের সদস্যসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সাবিরুল ইসলাম ২০১০ সালে পৃথিবীর ২৫ জন তরুণ শিল্প উদ্যোক্তার মধ্যে একজন নির্বাচিত হন। যুক্তরাজ্যের প্রভাবশালী ১০০ ব্রিটিশ-বাংলাদেশির তালিকায় তার নাম রয়েছে। ‘দ্য ওয়ার্ল্ড অ্যাট ইওর ফিট’ তার লেখা অন্যতম জনপ্রিয় একটি বই। তিনি বর্তমানে ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যার লক্ষ্য- বিশ্বজুড়ে ১০ লাখ তরুণ উদ্যোক্তা তৈরি করা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।