ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্টের দায়িত্ব গ্রহণ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
ইবি বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্টের দায়িত্ব গ্রহণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বায়োটেকনোলোজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক।

বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক মহব্বত হোসেনের পরিচালনায় হল প্রভোস্টের কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।



এ সময় সেখানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ত ম লোকমান হাকিম, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি দেবাশীষ শর্মা, বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক হোসাইন ফারুকী, আসাদুদ্দৌলা প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু হলের বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান নতুন প্রভোস্ট অধ্যাপক ড. আনোয়ারুল হকের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্থান্তর করেন।

পরে, পৃথকভাবে নতুন প্রভোস্টকে ফুল দিয়ে অভিনন্দন জানায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ। এ সময় উপস্থিত ছিলেন- ইবি প্রেসক্লাবের সভাপিত রাসেদুল ইসলাম অনু, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব আরাফাত, দপ্তর সম্পাদক আল মামুন মিশু প্রমুখ।

এছাড়া, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজু, জুয়েল রানা হালিম, শিশির বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।