ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
গোপালগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

গোপালগঞ্জ: বেতন বৈষম্য দূর করাসহ ৫ দফা দাবিতে গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ব্যানারে স্থানীয় প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।



এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের একাংশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জেলা কমিটির সভাপতি (একাংশ) মিজানুর রহমান শেখসহ বিভিন্ন স্কুলের অর্ধশত শিক্ষকগণ।

পরে শিক্ষক প্রতিনিধিদের একটি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও পেশ করেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।