ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও জালিয়াতির অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এরমধ্যে জালিয়াতির অভিযোগে ১২ জনকে র্যাব আটক করেছে। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১৮ জনকে পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকরা আটক করেছেন।
তাদেরকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। আটকের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান প্রক্টর।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪