ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাউবিতে পরিবর্তনের জন্য নারীর ক্ষমতায়ন বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
বাউবিতে পরিবর্তনের জন্য নারীর ক্ষমতায়ন বিষয়ক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সমৃদ্ধি ও উন্নয়নের জন্য সমাজ পরিবর্তনের স্বার্থে নারীর ক্ষমতায়নে নেতৃত্বের দক্ষতা আনতে প্রশিক্ষণ প্রয়োজন। আর নারীর দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির সঙ্গে সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান।



শুক্রবার সকালে কমনওয়েলথ অব লার্নিং (কোল) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) যৌথ উদ্যোগে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত দুইদিন ব্যাপি ‘Workshop on Leadership for Girls for Change (L4G4C)’ সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

বাউবির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘Commonwealth of Learning (COL)’ এডুকেশন স্পেশালিষ্ট (ওপেন স্কুলিং) ফান্সিস জে., ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু তাহের, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসাইন আহম্মেদ ভূঁইয়া।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাদিয়া আফরোজ সুলতানা।

সেমিনারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) প্রোগ্রামের শতাধিক ছাত্রী ও ওপেন স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।