কাঠমাণ্ডু (নেপাল) থেকে ফিরে: ঢাকায় হাওয়াই নামে এক টেলিকম কোম্পানিতে নেটওয়ার্কিংয়ের কাজ করতেন বাংলাদেশি তরুণ মেহেদী হাসান উদয়।
নেপালেও প্রতিষ্ঠানটির ব্যবসা আছে।
তাই স্থানীয় কর্মীদের দক্ষ ও প্রশিক্ষিত করে তুলতে উদয়কে ঢাকার জোনাল অফিস থেকে নেপালে স্থানান্তরিত করা হয়।
শুধু উদয়ই নয়, তার সঙ্গে নেপালি তরুণদের প্রশিক্ষিত করে তুলতে এখানে এসেছেন মাহাবুবুল আলম, মো. পারভেজ এবং মো. মমিন।
উদয় জানান, তারা নেপালি তরুণদের প্রশিক্ষণ দেওয়াসহ এখানকার অপটিক্যাল নেটওয়ার্ক উন্নয়নের কাজ করছেন তারা।
তিনি জানান, নেপালে তিনটি টেলিকম প্রতিষ্ঠান ব্যবসা করলেও টেলিযোগ উন্নত নয়। প্রথম দিকে স্থানীয়ভাবে হাওয়াই নেটওয়ার্কিং কাজের জন্য দক্ষ কর্মী পায়নি।
এজন্য তাদেরকে ঢাকা থেকে স্থানান্তর করা হয়েছে। ইতোমধ্যে এখানে বেশ দক্ষতার সঙ্গে স্থানীয় প্রকৌশলীদের প্রশিক্ষিত করে তুলছেন তারা।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪