ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
ইউল্যাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব)  ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে বুধবার (১ অক্টোবর)।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ৪ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউল্যাবের ধানমন্ডির ক্যাম্পাসে এই অনুষ্ঠান পালন করা হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ‘আত্মপরিচয় ও ইতিহাস’ নামক এক গণসংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসীর মামুন, ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ প্রমুখ।

অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, দেশে ১১ রকমের শিক্ষা পদ্ধতি চালু রয়েছে। এক মাদরাসা শিক্ষারই রয়েছে তিন রকমের পদ্ধতি। এভাবে চলতে থাকলে একটা সময় এ শিক্ষাব্যবস্থা বিতর্কীত হয়ে পড়বে এটাই স্বাভাবিক। তাই এ ব্যবস্থা থেকে বের হতে একটি নির্দিষ্ট শিক্ষা পদ্ধতি ঠিক করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানতে হবে। পাশাপাশি হতে হবে রাজনীতি সচেতন। তা না হলে সঠিক তথ্য জানা যাবে না।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।