ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মিরসরাই জেবি স্কুলের পুর্নমিলনী ৮ অক্টোবর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
মিরসরাই জেবি স্কুলের পুর্নমিলনী ৮ অক্টোবর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই (চট্টগ্রাম): উত্তর চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জেবি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী ৮ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে।

এদিন স্কুল প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক জুয়েল জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে চট্টগ্রাম বোর্ডে বিদ্যালয়টি বরাবরই ভালো ফলাফল অর্জন করছে। এখান থেকে প্রাথমিক ও মাধ্যমিক শেষ করে অনেক শিক্ষার্থী এখন দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় সু-প্রতিষ্ঠিত হয়ে সফলতার স্বাক্ষর রাখছেন।

তিনি বলেন, কর্মজীবনের ব্যস্ততা ছাড়িয়ে বর্তমানে ছাত্রজীবনের সহপাঠীদের সঙ্গে আমাদের একে অন্যের যোগাযোগ করা সম্ভব হয়ে উঠে না। ছাত্রজীনের স্মৃতি বিজড়িত অধ্যায়ের পূর্ণ রোমন্থন করতে এই আয়োজন।

তাই সব প্রাক্তন শিক্ষার্থীকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান প্রাক্তন এই শিক্ষার্থী।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকাল ৯ টায় রেজিস্ট্রেশন (শুধুমাত্র আগে বাদ পড়াদের), সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা, সকাল সাড়ে ১০টায় প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিকেট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সকাল ১১টায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১১টায় আলোচনা সভা, দুপুর দেড়টায় বিরতি, দুপুর আড়াইটা থেকে ব্যান্ড সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

অয়োজক সূত্র জানায়, পুনর্মিলনীতে অংশ গ্রহণের জন্য জেবি স্কুলের যে কোনো প্রাক্তন শিক্ষার্থী ২০০ টাকা শুভেচ্ছা ফি দিয়ে আগামী ৫ আক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

অথবা ০১৮১৬২৪৫৯৫৬ (নাজমুল হক জুয়েল),  ০১৮২৭৪২৯৩৮৫ (ঈমাম হোসেন) নম্বরে কল দিয়ে নাম রেজিস্ট্রেশন করা যাবে।

এছাড়া www.facebook.com/groups/1572436179650426  ফেসবুক ফ্যান পেইজ ভিজিট করে বিস্তারিত তথ্য জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।