ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এনবিআইইউ’র ট্রাস্টি বোর্ড সদস্যের ক্যাম্পাস পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৪
এনবিআইইউ’র ট্রাস্টি বোর্ড সদস্যের ক্যাম্পাস পরিদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) ট্রাস্টি বোর্ডের সদস্য ফারাহ্ দিনা গুঞ্জন ও স্টেপ মিডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা তৌহিদ খান ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে তারা ক্যাম্পাস পরিদর্শন করেন।



এ সময় এনবিআইইউ’র পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে তারা মহানগরীর আলুপট্টিতে অবস্থিত একাডেমিক ভবনে উপাচার্য দফতরে ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপারসন কথা সাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বর্তমান এনবিআইইউ’র উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সঙ্গে মতবিনিময় করেন।

আর এ সময় উপস্থিত ছিলেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ওয়াজেদ আলী, বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর আনিসুর রহমান, আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম হাবিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, জনসংযোগ দপ্তরের পরিচালক এমএ কাইউম, ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মোখলেসুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মতবিনিময়কালে তাদের ইউনিভার্সিটির প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে প্রকাশিত স্যুভেনির প্রদান করেন সম্পাদক প্রফেসর ড. ওয়াজেদ আলী। পরে তারা প্রশাসনিক দফতর ও শ্রেণী কক্ষ ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।