ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত হাইকোর্ট

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ার সব কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এ কে এম শাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।



চলতি বছরের ১৭ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০১৪ সালের প্রাথমিক বিদ্যালয়ে "সহকারী শিক্ষক" পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সামসুদ্দোহা।

পরে শেখ মোহাম্মদ মোরশেদ বাংলানিউজকে জানান, ২০১১ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন ৪৪ হাজার ৬০৯ জন। এর মধ্য থেকে ১২ হাজার জনকে নিয়োগ দেয়া হয়। অবশিষ্ট ১৫ হাজার ১৯ জনকে পুল গঠন করে নিয়োগ দেয়ার জন্য অপেক্ষমাণ রাখা হয়।

এদেরকে অপেক্ষমান রেখে চলতি বছরের আবারো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া। তাই  এদের মধ্যে ইমরুল হাসান, শিকদার বাদশা মিয়াসহ ৫২ জন প্রার্থী রিট আবেদনটি দায়ের করেন।

এ আবেদনের প্রেক্ষিতে আদালত নিয়োগ কার্যক্রম স্থগিত করে রুলও জারি করেন।

রুলে অপেক্ষমান প্রার্থী রেখে সহকারী শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি জারি করা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, অর্থ সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিস্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।