ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে আরও দুটি বিভাগ চালু হচ্ছে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪
ঢাবিতে আরও দুটি বিভাগ চালু হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষ(২০১৪-২০১৫)থেকে নতুন দুটি বিভাগ চালু হচ্ছে।

বিভাগ দুটি হচ্ছে ফলিত গনিত ও কমিউনিকেশন ডিসঅর্ডার।



এর মধ্যে ‘ফলিত গণিত’ বিজ্ঞান অনুষদের অধীনে এবং  ‘কমিউনিকেশন ডিসঅর্ডার’ সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এরইমধ্যে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগ দুটি খোলার অনুমোদন দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সুত্রে এ তথ্য জানা গেছে।

জনসংযোগ দফতরের পরিচালক ড. নুর ই ইসলাম বাংলানিউজকে বলেন, দেশের চাহিদার কথা বিবেচনা করে শিগগিরই এই দুটি বিভাগের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ’

তবে বিভাগ দুটিতে স্নাতক ও স্নাতকোত্তর উভয় কোর্স নাকি কেবল স্নাতকোত্তর কোর্স চালু হবে সে ব্যাপারে কিছু জানান নি তিনি।

এ ব্যাপারে তিনি বলেন, আগামী ১৪ অক্টোবর ভর্তি কমিটির সাধারণ সভা রয়েছে। সেখানেই সিদ্ধান্ত হবে বিভাগ দুটিতে কোন কোর্স চালু হবে বা আসন সংখ্যাই কত থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।