ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ৯ম সমাবর্তনের রেজিস্ট্রেশন অনলাইনে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪
রাবির ৯ম সমাবর্তনের রেজিস্ট্রেশন অনলাইনে

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবম সমাবর্তনের রেজিস্ট্রশন অনলাইনে করা যাবে। আর রেজিস্ট্রশন ফি জমা দিতে হবে বিকাশের মাধ্যমে।



বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর সূত্র জানায়, এ সমাবর্তন আগামী ডিসেম্বরের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে কথা বলে সমাবর্তনের তারিখ চূড়ান্ত করা হবে।

নবম সমাবর্তনে রাবির ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস এবং এলফিল ও পিএইচডি ডিগ্রিধারীরা অংশ নিতে পারবেন।

নিবন্ধনসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ওয়েবসাইট ((www.ru.ac.bdcon14) থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।