ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষা শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
রুয়েটের ভর্তি পরীক্ষা শুরু

রাবি: নিচ্ছিদ্র নিরাপত্তায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিভিন্ন ভবনে ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

পরীক্ষা চলাকালে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ক্যাম্পাসে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ১৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য রুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। ঈদ ও পূজার ছুটি শেষে মঙ্গলবার থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও ক্লাশ-পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও বন্ধ রাখা হয়েছে।

এরই মধ্যে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন। রুয়েট সংলগ্ন সড়কে পুলিশের পাশাপাশি কয়েক প্লাটুন ৠাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) টইল দিচ্ছে।

এবার বিশ্ববিদ্যালয়টিতে ১০টি বিভাগে ৭২৫টি আসনের বিপরীতে ৫ হাজার ১৭৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

বিকেল ৩টায় ‘খ’ গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের জন্য মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।