ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ক্লাস শুরু শনিবার, হল খুলছে শুক্রবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
রুয়েটে ক্লাস শুরু শনিবার, হল খুলছে শুক্রবার

রাবি(রাজশাহী): অনির্দিষ্টকালেল জন্য বন্ধ থাকা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্লাস ও পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম শুরু হবে ১৮ অক্টোবর শনিবার। এছাড়া সব আবাসিক হল শুক্রবার সকাল ৮টায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।



বৃহস্পতিবার রাত ৯টার দিকে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোশাররাফ হোসেন স্বাক্ষরিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষের জের ধরে গত ১৮ সেপ্টেম্বর রুয়েটের একাডেমিক কার্যক্রম ও হলসমহূ বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রর্দশন করে হলে প্রবেশ করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের হলে ও ক্যাম্পাসে অবস্থানকালে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

শনিবার থেকে সব বিভাগের ক্লাস রুটিন অনুযায়ী শুরু হবে। এছাড়া স্থগিতকৃত পরীক্ষাসমূহের তারিখ নিজ নিজ বিভাগ থেকে ঘোষণা করা হবে।

রুয়েট উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বেগ সব শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। ক্যাম্পাসে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।