ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনায় নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
খুলনায় নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাসের উদ্যোগে নর্দান ইউনিভার্সিটির খুলনা ক্যাম্পাসে ফ্রান্সে উচ্চশিক্ষার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাসের সংস্কৃতিক বিষয়ক অ্যাটাসি মিস ইমিলিয়া শাশানি।


অনুষ্ঠানে সেমিনার প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে ক্যাম্পাস ফ্রান্স ডেস্কের ইনচার্জ মোঃ. আল-আমিন কিরণ।

এতে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের অ্যাডমিন কো-অর্ডিনেটর ও ডেপুটি রেজিস্টার মো. ইমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্দান ইউনিভার্সিটির  বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের কো-অর্ডিনেটর ও সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলাম, এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক এস এম মনিরুল ইসলাম, অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর তফাজ্জল হোসাইন খান, অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর মাহমুদ হাসান, প্রিন্সিপাল পিআরও কাজী হুমায়ুন কবীর, প্রিন্সিপাল অ্যাডমিন অফিসার মো. রাশিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি মিস ইমিলিয়া শাশানি উপস্থিত ছাত্র-ছাত্রী ও শিক্ষদের প্রশ্নের উত্তর দেন। সেমিনার সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের লেকচারার হাবিবা আক্তার।

WWW.campusfrance.org এ ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।