ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সুন্দরগঞ্জে বাউবি’র ১৬ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
সুন্দরগঞ্জে বাউবি’র ১৬ পরীক্ষার্থী বহিষ্কার

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিতব্য(বাউবি) অধীনে এইচএসসি ও ডিগ্রি (পাস) প্রোগ্রামের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।



সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) রাশেদুল হক প্রধান ইংরেজি ও সমাজতত্ত্ব পরীক্ষা চলাকালীন বিভিন্ন কক্ষ পরিদর্শন করে নকল করার দায়ে তাদের বহিষ্কার করেন।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাশেদুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ দিন পরীক্ষায় উপজেলায় এইচএসসি ও ডিগ্রির ৩৮৬ জন পরীক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।