ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহ নার্সিং কলেজ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
ময়মনসিংহ নার্সিং কলেজ বন্ধ, হল ত্যাগের নির্দেশ ছবি: ফাইল ফটো

ময়মনসিংহ: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ময়মনসিংহ নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়।



সোমবার দুপুরে এক জরুরি সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

জানা যায়, ময়মনসিংহ নার্সিং কলেজ হোস্টেলে সিট বরাদ্দে অনিয়ম, শিক্ষার্থীকে মারধর, নানা অব্যবস্থাপনার অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও হোস্টেলের হাউস কিপারের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীরা। রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিও পালন করেন তারা। এতে কলেজে অচলাবস্থার সৃষ্টি হয়।

সোমবারও এ কর্মসূচি অব্যাহত থাকে। পরে দুপুরে কলেজ অধ্যক্ষ মনোয়ারা খাতুন কলেজ বন্ধ ঘোষণা করে দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন।

কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাসেল জানান, হোস্টেলে সিট বরাদ্দ নিয়ে ঝামেলা হলে গত ১৮ অক্টোবর হাউস কিপার মিসেস নাজমুন্নাহার বিএসসি কোর্সের তিন শিক্ষার্থীকে মারধর করেন।

বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানালে তিনি উল্টো হাউস কিপারের পক্ষ নেন। পরবর্তীতে বিষয়টি সমাধান না হওয়ায় অধ্যক্ষ ও হাউস কিপারের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, কর্তৃপক্ষ কলেজটি বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর ২টার মধ্যে তাদের হল ছাড়তে হবে।

তিনি জানান, কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক হলে থাকা ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তারা আবার হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করতে গেছেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।