ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক ‘মায়ের’ মতো

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক ‘মায়ের’ মতো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বেগম খালেদা জিয়া হলের নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন জাবি উপাচার্য ড. ফারজানা ইসলাম।         

হল প্রাধ্যক্ষ ড. শামীমা সুলতানার সভাপতিত্বে রোববার (২৬ অক্টোবর) এ অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দূত।

কর্মক্ষেত্রে সাফল্যের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক ‘মায়ের’ মতো। এ কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করার পর কর্মক্ষেত্রের প্রয়োজনে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করলেও সময় সুযোগ পেলেই নাড়ীর টানে ছুটে আসে। এছাড়াও তিনি বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভ কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা এবং আবাসিক শিক্ষক মঈনুল হাসনাত প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা,অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।