ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
রাবির ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধিকর্তা অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বাংলানিউজকে জানান, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admission.ru.ac.bd ) এবং আইন অনুষদের নোটিশবোর্ডে এই ফল প্রকাশ করা হয়েছে।



তিনি জানান, আইন অনুষদের সর্বমোট ১১০টি আসনের বিপরীতে এবারের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধার ভিত্তিতে ২৫৬জন উত্তীর্ণ হয়েছে। যেখানে জোড় রোল নম্বরধারী ১২০জন ও বিজোড় রোলনম্বরধারী ১৩৬জন রয়েছে।

তিনি আরো বলেন, ৯ নভেম্বর জোড় ও বিজোড় রোল নম্বরধারীদের মৌখিক পরীক্ষা ডিনস কমপ্লেক্সের তৃতীয় তলায় (আইন অনুষদে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রহণ করা হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, সনদপত্র সঙ্গে আনতে হবে এবং সাক্ষাৎকারে উপস্থিত হতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।