ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হরতালে জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে সচিবের ব্রিফিং সন্ধ্যায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
হরতালে জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে সচিবের ব্রিফিং সন্ধ্যায় শিক্ষা সচিব নজরুল ইসলাম

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষা সচিব নজরুল ইসলাম।

শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মিন্টো রোডের বাসায় ব্রিফ করবেন সচিব।



রোববার (২ নভেম্বর) থেকে শুরু হওয়া জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দুই দিন হরতাল পড়ায় পরীক্ষা হবে কি-না, তা নিয়ে মন্ত্রী কথা বলতে পারেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।