ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিদ্যুৎ বিপর্যয়ে ঢাবিতে দুর্ভোগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
বিদ্যুৎ বিপর্যয়ে ঢাবিতে দুর্ভোগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্মরণকালের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

শনিবার (০১ নভেম্বর) দুপুর ১২টা থেকে প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে পুরো ঢাবি ক্যাম্পাস।



বিদ্যুৎ না থাকায় হাজারো শিক্ষক-শিক্ষার্থীর আবাসস্থল এ ক্যাম্পাসে দেখা দিয়েছে চরম পানি সঙ্কট। গোসল-কাপড় ধোয়া দূরের কথা, খাওয়ার পানিটুকুও পাওয়া যাচ্ছে না।

কবি জসীম উদদীন হলের আবাসিক শিক্ষার্থী জাহিদ রুমান বাংলানিউজকে বলেন, আমার কাপড় ধোয়া অর্ধেক শেষ না হতেই পানি চলে গেছে। অর্ধেক কাপড় এখনো ভেজানো রয়েছে। শিগগিরই পানি না আসলে সেগুলো নষ্ট হয়ে যাবে।

শামসুন নাহার হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, আনুষঙ্গিক কাজ তো দূরের কথা, খাওয়ার জন্যও একফোঁটা পানি নেই।

এদিকে সন্ধ্যার পরেও বিদ্যুৎ না আসায় সদা ঝলমলে ক্যাম্পাসে এখন ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। দেখা দিয়েছে চরম নিরাপত্তাহীনতা। ছিনতাইয়ের আশঙ্কাও করছেন অনেকে।

তবে ঢাবি প্রক্টরিয়াল অফিস সূত্র জানায়, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। টহল দিচ্ছে ভ্রাম্যমাণ প্রক্টরিয়াল টিম।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।