ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকায় সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাস করার প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
ঢাকায় সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাস করার প্রস্তাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আঞ্চলিক ক্যাম্পাস বাংলাদেশে স্থাপনের প্রস্তাবে ইতিবাচক সম্মতি দিয়েছেন সার্ক শিক্ষামন্ত্রীরা।

সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত দু’দিনব্যাপী সার্ক শিক্ষামন্ত্রীদের দ্বিতীয় সভায় এ প্রস্তাব দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



গত ৩০ ও ৩১ অক্টোবর ভারতের শিক্ষা ও মানবসম্পদমন্ত্রী স্মৃতি ইরানীর সভাপতিত্বে সার্ক শিক্ষামন্ত্রীদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বাংলানিউজকে বলেন, শিক্ষামন্ত্রী ২০১০ সালে দিল্লিতে সার্ক সদস্য রাষ্ট্র কর্তৃক স্থাপিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটিকে এতদঅঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শিক্ষামন্ত্রী সার্ক শিক্ষামন্ত্রীদের সভায় বলেন, বাংলাদেশ সব সময় সার্ক’র উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে কাজ করায় বিশ্বাস করে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পারস্পরিক অগ্রগতি সম্ভব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

শিক্ষাখাতে বিরাজমান চ্যালেঞ্জ মোকাবেলায় যথারীতি সভা আয়োজন ও সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, জ্ঞান-দক্ষতা-অভিজ্ঞতা বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা ও নেটওয়ার্কিং, গবেষণা ফল বিনিময়, অনলাইন শিক্ষার প্রসার ও ই-লাইব্রেরির সম্প্রসারণসহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে একত্রে কাজ করা সম্ভব।

সার্কভুক্ত দেশগুলোর পারস্পরিক বন্ধন ও সহযোগিতা জোরদার হলে সার্ক একটি আঞ্চলিক পরাশক্তিতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী নাহিদ।

সভায় আফগানিস্তানের উচ্চ শিক্ষামন্ত্রী ড. মোহাম্মদ আজম ডাডফার, ভুটানের শিক্ষামন্ত্রী ঠাকুর লিওনপো এস. পাউডিয়েল, মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আহমেদ আলী মানিক, নেপালের শিক্ষামন্ত্রী রেনু কুমারী যাদব, শ্রীলঙ্কার উচ্চশিক্ষামন্ত্রী বিশ্ব ভার্নাপালা উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন দেশটির উচ্চশিক্ষা কমিশনের সদস্য ড. রিয়াজ-উল-হক। উপস্থিত ছিলেন সার্ক সেক্রেটারিয়েটের সেক্রেটারি জেনারেল ড. শীল কান্ত শর্মা।

সার্ক সেক্রেটারি জেনারেল অর্জুন বি. থাপা সভার উদ্বোধন করেন।

শিক্ষামন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হেলালউদ্দিন ও যুগ্ম-সচিব জিকরুর রেজা খানম।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী গত কয়েক বছরে বাংলাদেশের শিক্ষাখাতের অগ্রগতি তুলে ধরেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে প্রতিবছর সার্ক শিক্ষামন্ত্রীদের সভা অনুষ্ঠিত হবে। পরবর্তী সভা মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হবে।

সার্ক শিক্ষামন্ত্রীদের প্রথম সভা ২০০৯ সালের ২৭ মার্চ কলম্বোতে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

** স্কলারশিপ পেলেও ভিসা পায় না সার্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।