ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি ও জেডিসি পরীক্ষা

যশোর বোর্ডে ১০ শিক্ষার্থী-পরিদর্শক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
যশোর বোর্ডে ১০ শিক্ষার্থী-পরিদর্শক বহিষ্কার

যশোর: যশোর শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষায় রোববার অংক বিষয়ে ৭ শিক্ষার্থী ও ৩ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। অনুপস্থিত ছিল  ৪ হাজার ১৪৩ শিক্ষার্থী।

 

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবু দাউদ বাংলানিউজকে জানান, যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১০ জেলায় ২৪৭ কেন্দ্রে অংক বিষয়ে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৮ হাজার  ৩৯০ জন। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮৪ হাজার ২৪৭ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ১৪৩।

এর মধ্যে যশোরের ৪৭ কেন্দ্রে অনুপস্থিত ছিল ৬৫৩ শিক্ষার্থী ও একই জেলার নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া নড়াইলের ১৪ কেন্দ্রে ১৬৭ জন, মাগুরায় ১৬ কেন্দ্রে ২৬৪ জন, ঝিনাইদহের ২৫ কেন্দ্রে ৪৮২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু পরীক্ষা কেন্দ্র থেকে ৩ জন কক্ষ পরিদর্শক ও ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কুষ্টিয়ার ২৫ কেন্দ্রে অনুপস্থিত ৫১৯ পরীক্ষার্থী এবং জেলার মিরপুর পরীক্ষা কেন্দ্র থেকে ১ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। মেহেরপুরের ৮ কেন্দ্রে ১৯৯ জন, চুয়াডাঙ্গার ১৬ কেন্দ্রে ৩০৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

খুলনার ৪৭ কেন্দ্রে ৬৩৭ ও জেলার বিল ফুলিয়া কেন্দ্রে ১ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। সাতক্ষীরার ২২ কেন্দ্রে ৫৮১ ও বাগেরহাটের ২১ কেন্দ্রে ৩৩৬ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।