রাবি: দুর্বৃত্তদের হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ড. এ কে এম শফিউল ইসলামের মৃতদেহ রাবি ক্যাম্পাসে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে তার মৃতদেহ আনা হয়।
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে চলমান অবরোধ প্রত্যাহার করেছে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষক হত্যার ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস ও নিহতের দাফন কাজে অংশ নিতে রাবি রেজিস্ট্রার প্রফেসর এনতাজুল হকের আহ্বানের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় তারা।
এর আগে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রধান ফটকের সামনে মহাসড়কে ওই বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে অবরোধ শুরু করে।
এ সময় হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী মহাসড়কে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে বিকেল সাড়ে ৩টায় রাবি সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম। পরে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
** রাবি শিক্ষক হত্যার জেরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
** রাবি শিক্ষকের মরদেহ মর্গে, দাফন সোনাতলায়
** রাবি শিক্ষককে কুপিয়ে হত্যা
** রোববার রাবিতে শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪