ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চার শতাধিক শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে সিঙ্গাপুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
চার শতাধিক শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে সিঙ্গাপুর প্রতীকী

ঢাকা: বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের ৪২০ জন শিক্ষক, প্রশিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে উন্নতমানের প্রশিক্ষণ প্রদান করবে সিঙ্গাপুর সরকার। ডিসেম্বরে শুরু হবে এ প্রশিক্ষণ কর্মসূচি।


 
সিঙ্গাপুরের নানইয়াং পলিটেকনিক ইনস্টিটিউটের সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে এ সংক্রান্ত বৈঠক করে।

প্রতিষ্ঠানের সিইও লিন চেং টন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
 
শিক্ষা মন্ত্রণালয় জানায়, গত ৩ অক্টোবর সিঙ্গাপুরে এ সম্পর্কিত এক স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।

সাক্ষাৎকালে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।