ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রশ্নের উত্তর বলে দেওয়ায় ৩ শিক্ষক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
প্রশ্নের উত্তর বলে দেওয়ায় ৩ শিক্ষক বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া: শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে সহযোগিতা করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জেএসসি পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা তিন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বুধবার দুপুরে কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ওই তিন শিক্ষককে বহিষ্কার করেন।



বহিষ্কৃত শিক্ষকরা হলেন, উপজেলার চাওড়া কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবু সালেক, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমান ও দাউদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শফিকুর রহমান।

এদের মধ্যে আবু সালেক মিরাসানী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে দায়িত্ব পালনকালে এবং হাবিবুর রহমান ও শফিকুর রহমান নিজ নিজ স্কুল কেন্দ্রে দায়িত্ব পালনকালে বহিষ্কার হন।

বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।