ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক সমাপনীতে মনপুরার ১৬ ভুয়া পরীক্ষার্থীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
প্রাথমিক সমাপনীতে মনপুরার ১৬ ভুয়া পরীক্ষার্থীর জরিমানা

ভোলা: ভোলার মনপুরায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দেওয়ার দায়ে ১৬ ভুয়া পরীক্ষার্থীর পাঁচশ টাকা করে জরিমানা এবং অনাদায়ে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী এসব আদেশ দেন।



জরিমানার দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- রেশমা, জাহিদ, নুপুর, লাকী, সুমাইয়া, জাকিয়া, রোজিনা, আসমা, ফারজানা, আলামিন, সাথী, সারমিন, সোনিয়া, ঝর্না, শারমিন ও নুপুর।

সংশ্লিষ্টরা জানায়, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রোববার সকালে প্রাথমিক সমাপনীর গণিত বিষয়ের পরীক্ষা চলছিলো। এ সময় স্থানীয় আনন্দ স্কুলের শিক্ষার্থী পরিচয় দিয়ে পরীক্ষা অংশগ্রহন করে ১৬ শিক্ষার্থী। বিষয়টি জানতে পেরে ইউএনও শিক্ষার্থীদের পরীক্ষা বাতিল করে তাদের আটক করেন।

পরে, সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। আটক ভুয়া পরীক্ষার্থীরা বিভিন্ন বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকি এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পাবলিক পরীক্ষা আইনে আটকদের পাঁচশ’ টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। পরে, ভুয়া পরীক্ষার্থীরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।