টাঙ্গাইল: শনিবার (১০ জানুয়ারি) টাঙ্গাইল মেডিকেল কলেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলেজের প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তিনি।
ইতোমধ্যে মেডিকেল কলেজটির শিক্ষার্থী ভর্তি শেষ হয়েছে। চলছে উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি।
২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ট্রমা সেন্টারকে মেডিকেল কলেজ ভবনে অনুমোদন করে মেডিকেল কলেজে ছাত্র ভর্তির অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে ১৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ২৭ জন মেয়ে ও ২৪ জন ছেলে শিক্ষার্থী ভর্তি হয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শহিদুল্লাহ জানান, মেডিকেল কলেজটি হওয়ায় সাধারণ মানুষের উন্নত চিকিৎসার জন্য এখন আর দূর-দূরান্তে যেতে হবে না।
টাঙ্গাইল মেডিকেল কলেজর অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী খান বাংলানিউজকে বলেন, টাঙ্গাইলবাসীর অনেক দিনের স্বপ্ন এ মেডিকেল কলেজ। স্বপ্নের এ কলেজটি সঠিক চিকিৎসা সেবার মাধ্যমে দ্রুত সুনাম অর্জন করবে এমনটি প্রত্যাশা আমাদের।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫