জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তি না করা ও মুক্তিযোদ্ধা কোটাসহ অন্য কোটার সঙ্গে সামঞ্জস্য রেখে পোষ্য কোটার আসন নির্ধারণ করার দাবিতে আন্দোলনে নামছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী
ইন্দ্রজিৎ ভৌমিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ভর্তি পরিক্ষায় ১৩৯ জন পোষ্যর মধ্যে ৩৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৪০জন। বাকি ৯৬ জন অনুত্তীর্ণ পোষ্যকে ১০ নম্বর গ্রেস দিয়ে ভর্তির জন্য প্রশাসনকে চাপ প্রয়োগ করছেন কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন।
এর আগে নাতনিকে মেয়ে সাজিয়ে ভর্তি করানোসহ পোষ্য কোটায় বিভিন্ন অনিয়ম তো রয়েছেই।
দাবি আদায়ে আগামী বুধবার বেলা ১১টায় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এদিকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তি করাতে মাঠে নেমেছেন কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী। সোমবারের মধ্যে অনুত্তীর্ণদের ১০ নম্বর গ্রেস দিয়ে ভর্তি করানো না হলে মঙ্গল ও বুধবার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
অন্যদিকে অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তি করা হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে ‘আধিপত্য, বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ’র ব্যানারে শিক্ষকরা।
সঙ্গে যুক্ত হবে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। সবমিলিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মচারী ও কর্মকর্তাদের দাবি মেনে ১০ নম্বর গ্রেস দিয়ে অনুত্তীর্ণদের ভর্তি করালে আবারো অস্থিতিশীল হতে পারে বিশ্ববিদ্যালয়, ব্যাহত হতে পারে শিক্ষা কার্যক্রম।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫