রংপুর: রংপুর সিটি করপোরেশনের (আরসিসি) দু’টি ছাত্রবাসে অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে আরসিসি’র ২১ ও ২৮ নম্বর ওয়াডের্র শান্তিবাগ ও লাগবাগ পূর্বপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স না থাকায় শিহাব চৌধুরী ও মামুন নামে দু’টি ছাত্রাবাস সিলগালা করে দেয়।
আরসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রসঙ্গে আরসিসি মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু বলেন, রংপুর সিটি করপোরেশনের আওতাধীন ছাত্রাবাসগুলো ট্রেড লাইসেন্স না করলে এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে শত শত বেসরকারি ছাত্র ও ছাত্রীনিবাস গড়ে উঠেছে। যার বেশিরভাগের সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নেই।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫