জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন চিরকুট’র পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ও কবি মো. খালেদ হোসাইন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা বিভাগের অধ্যাপক এ এস এম আবু দায়েন, সহকারী অধ্যাপক তারেক রেজা, প্রভাষক রিলকে রশিদ, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা প্রমুখ।
অনুষ্ঠানের মূল পর্বে স্বরচিত ‘কবিতা পাঠের আসর’-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহিত্যানুরাগী কবি, সাহিত্যিক, লেখকরা স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে নবীন লেখকদের অনুপ্রাণিত করেন।
পরে তরুণ ছড়াকার নাজিয়া ফেরদৌস’র ‘বুমেরাং’ও জনি হোসেন কাব্য’র ‘ছড়ার প্যাকেট’ বইয়ের মোড়ক উম্মোচন করেন কবি খালেদ হোসাইন।
‘দ্রোহ ও ভালোবাসার পত্র’উপপাদ্যে সাহিত্যের ছোট কাগজ হিসেবে ২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি প্রথম প্রকাশ ঘটে ‘চিরকুট’র। এ পর্যন্ত চিরকুট’র ৬টি সংখ্যা প্রকাশিত হয়েছে। ২০১৪ সালের ২২ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একমাত্র সাহিত্য সংগঠন হিসেবে যাত্রা শুরু করে চিরকুট।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫