ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে আগামী ২২ ও ২৪ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে ফের সংশয় তৈরি হয়েছে। নির্ধারিত তারিখ দু’টিতে পরীক্ষাগুলো হবে কি-না, সে বিষয়ে জানা যাবে শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায়।
বেলা ১২টায় শিক্ষামন্ত্রী তার ৫/হেয়ার রোডের বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহম্মদ কুতুবুদ-দ্বীন এ তথ্য জানান।
ওই দু’দিনে আট সাধারণ বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডে মোট ৭৮টি পরীক্ষা হওয়ার কথা ছিল।
দেশব্যাপী নেতাকর্মীদের বিচারবহির্ভূতভাবে হত্যা, গুম, অপহরণ, পঙ্গু, আহত ও গ্রেফতারের অভিযোগ তুলে এর প্রতিবাদে এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত আবারও সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
এতে ২২ ও ২৪ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে শিক্ষার্থীদের মাঝে সংশয় তৈরি হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫