দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের লেভেল-১ সেমিস্টার-১ এর ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় হাবিপ্রবি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রকল্প পরিচালক ও রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর ড. মুহা. আনিসুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান।
সেখানে বক্তব্য রাখেন- কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আনিস খান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. বলরাম রায়, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকার, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডা. মো. ফজলুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড.এ. টি. এম. রেজাউল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. নওশের ওয়ান, হল সুপার কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. নাজিমউদ্দিন, প্রক্টর প্রফেসর. ড. এ. টি. এম. শফিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জেমি, ছাত্রলীগ নেতা পলাশ চন্দ্র রায়, নাহিদ আহমেদ নয়ন, রাহাত, সজনী প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫