যশোর: সড়ক দুর্ঘটনায় তিন সহপাঠির মৃত্যুর প্রতিবাদে যশোরের ঝিকরগাছায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (০৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঝিকরগাছা হাসপাতাল মোড় থেকে পারবাজার পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় উপজেলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- শহীদ মশিয়ুর রহমান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ চৌধুরী হাফিজুর রহমান, এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মাহবুব-উল আলম মন্টু, বিএম হইস্কুরের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সম্মিলনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, শিক্ষার্থী হাসিবুর রহমান রুহিত, রিয়াদ মাহমুদ সৌরভ, আবু দাউদ, সঞ্জয়, তুষার, প্রমুখ।
এ সময় তারা নিরাপদ সড়ক চাই, বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
১ মার্চ বিএম হাইস্কুরের শিক্ষার্থী জীবন রহমান, ৬ মার্চ আবু নাহিদ সহ তিন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫