ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণবিশ্ববিদ্যালয় রাজনীতি ও প্রশাসন বিভাগের নবীনবরণ শনিবার

গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
গণবিশ্ববিদ্যালয় রাজনীতি ও প্রশাসন বিভাগের নবীনবরণ শনিবার

গণবিশ্ববিদ্যালয় (সাভার): সাভার গণবিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হবে শনিবার (১৪ মার্চ)।   

এদিন ১৬তম ও ১৭তম ব্যাচের নবীনবরণ এবং সপ্তম, অষ্টম ও নবম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে।



রাজনীতি ও প্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আতাউর রহমান খান। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেসবাউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন।

এ বিষয়ে রাজনীতি ও প্রশাসন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মৃদুল মাহমুদ বাংলানিউজকে বলেন, আমরা অন্য বিভাগ থেকে ব্যতিক্রম নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। সব ঠিক থাকলে জমজমাট অনুষ্ঠানের জন্য প্রস্তুত রাজনীতি ও প্রশাসন বিভাগ।
    
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।